ভিক্টর সাহা ও রাখি সাহা (ডানে)
ভিক্টর সাহা ও রাখি সাহা (ডানে)

ভাইবোনের উদ্যোগে বদলে গেল ১০০ জনের জীবন

যশোরের রাখি সাহা ও ভিক্টর সাহার হাত ধরে 'ন্যাচারালস বাই রাখি'-র যাত্রা শুরু হয় সাধারণ গৃহিণীর চুল পড়ার সমস্যা থেকে। মেথি, কালিজিরা, জবা ফুল, ও নারকেল তেল দিয়ে তৈরি তেল থেকে এই ব্যবসার শুরু। ১,৭০০ টাকা পুঁজি নিয়ে শুরু করা এই ব্যবসা বর্তমানে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে চার হাজার বর্গফুটের কার্যালয়ে স্থানান্তরিত হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে শতাধিক মানুষ কাজ করছে, যাদের অধিকাংশই নারী।