ডগলাস এঙ্গেলবার্ট
ডগলাস এঙ্গেলবার্ট

প্রযুক্তির এই দিনে: ৩০ জানুয়ারি

মাউসের জনক ডগলাস এঙ্গেলবার্টের জন্ম

কম্পিউটার মাউসের উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন।

৩০ জানুয়ারি ১৯২৫
মাউসের জনক ডগলাস এঙ্গেলবার্টের জন্ম
কম্পিউটার মাউসের উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালের একটি কম্পিউটার সম্মেলনে তিনি প্রথম কম্পিউটার মাউস প্রদর্শন করেন। সেখানে তিনি ও তাঁর দলের সদস্যরা হাইপারমিডিয়া ও ভিডিও টেলিকনফারেন্সিংয়ের নমুনাও দেখান।

এঙ্গেলবার্টের স্কেচ থেকে এই কম্পিউটার মাউসের নকশা করেছিলেন বিল ইংলিশ
উইকিমিডিয়া

অরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৪৮ সালে স্নাতক হন ডগলাস এঙ্গেলবার্ট। এরপর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৫৩ সালে স্নাতকোত্তর ও ১৯৫৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এঙ্গেলবার্ট ন্যাশনাল মেডেল অব টেকনোলজি (২০০০), লেমেলসন–এমআইটি প্রাইজ, এসিএম টুরিং পুরস্কার (১৯৯৭), বিসিএস লাভলেস মেডেল (২০০১), নর্বার্ট ওয়নার অ্যাওয়ার্ড ফর সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল রেসপনসিবিলিটি, কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম ফেলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন। দ্য বুটস্ট্র্যাপ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এঙ্গেলবার্টের নামে ২০টি পেটেন্ট–স্বত্ব রয়েছে। ২০১৩ সালে তিনি মারা যান।

স্ট্যান্ডার্ডস ওয়েস্টার্ন অটোমেটিক কম্পিউটার

৩০ জানুয়ারি ১৯৫২
কম্পিউটার দিয়ে নতুন দুটি মৌলিক সংখ্যা আবিষ্কার
স্ট্যান্ডার্ডস ওয়েস্টার্ন অটোমেটিক কম্পিউটার (এসডব্লিউএসি) ব্যবহার করে গবষেকরা দুটি নতুন মৌলিক সংখ্যা (প্রাইম নাম্বার) বের করেন। কম্পিউটারে গণিতের মৌলিক সংখ্যা বের করার প্রথম চেষ্টায়ই সফল হয়েছিলেন তাঁরা। এক বছরের মধ্যে আরও তিনটি মৌলিক সংখ্যা এই কম্পিউটার থেকে বের করা সম্ভব হয়। ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ব্যুরো অব স্ট্যান্ডার্ডস লস অ্যাঞ্জেলেসে এসডব্লিউএসি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে। ১৯৬৭ সাল পর্যন্ত দুই সংস্করণে এই কম্পিউটার সচল ছিল।

প্রত্যাশার চেয়েও বেশি সফলতা পেয়েছিল উইন্ডোজ ভিসতা

৩০ জানুয়ারি ২০০৭
উইন্ডোজ ভিসতা প্রকাশিত
মাইক্রোসফট এনটি অপারেটিং সিস্টেম ঘরানার অন্যতম প্রধান অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতা বাজারে আসে। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত উইন্ডোজের প্রথম কোনো অপারেটিং সিস্টেমও এটি। নির্মাতা মাইক্রোসফটের অভ্যন্তর ২০০৬ সালের ৮ নভেম্বর থেকে পাওয়া গেলেও ২০০৭ সালের ৩০ জানুয়ারি সবার জন্য উন্মুক্ত হয় এটি। একই দিনে মাইক্রোসফট অফিস ২০০৭ সফটওয়্যারও বাজারে ছাড়ে।
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের দীর্ঘ পাঁচ বছর পর উইন্ডোজ ভিসতা আনে মাইক্রোসফট। মাইক্রোসফটের অনুমানের চেয়ে বেশি বিক্রি হয় উইন্ডোজ ভিসতা। দুই বছরের মধ্যে ২০ কোটি ব্যবহাকারী পায় ভিসতা। ২০১০ সালের ২২ অক্টোবর মাইক্রোসফট উইন্ডোজ ভিসতার খুচরা বিক্রি বন্ধ করে দেয়। ভিসতার উত্তরসূরি হিসেবে বাজারে আসে উইন্ডোজ ৭ (২০০৯)।