Thank you for trying Sticky AMP!!

গুগল মিটে একাধিক ব্যক্তি স্লাইড উপস্থাপন করতে পারবেন।

গুগল মিটে যৌথভাবে স্লাইড উপস্থাপন করা যাবে

অনলাইনে অফিসের গুরুত্বপূর্ণ বৈঠকের সময় একই প্রেজেন্টেশনে একাধিক বিষয় বা বিভাগের স্লাইড উপস্থাপন করতে হয়, যা একজনের পক্ষে ভালোভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। সমস্যা সমাধানে অনলাইন বৈঠকের সময় গুগল স্লাইডসের মাধ্যমে তৈরি স্লাইডগুলো যৌথভাবে উপস্থাপনের সুযোগ দেবে গুগলের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ‘গুগল মিট’।

‘কো-প্রেজেন্ট গুগল স্লাইডস’ নামের নতুন এ সুবিধা চালুর ফলে অনলাইন বৈঠকের সময় একই প্রেজেন্টেশনে থাকা বিভিন্ন স্লাইডের তথ্য আলাদাভাবে একাধিক ব্যক্তি উপস্থাপন করতে পারবেন। ফলে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা প্রেজেন্টেশনে দেখানো তথ্য ভালোভাবে বুঝতে পারবেন।

‘কো-প্রেজেন্ট গুগল স্লাইডস’ সুবিধা এরই মধ্যে নির্দিষ্ট সংখ্যক কম্পিউটার ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছে গুগল মিট। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা চালু করা হবে। প্রাথমিকভাবে গুগল ওয়ার্কস্পেস বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ প্লাস, এডুকেশন প্লাসের ব্যবহারকারীসহ বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান গুগল মিটের এ সুবিধা ব্যবহার করতে পারবে।
সূত্র: নাইনটুফাইভগুগল