Thank you for trying Sticky AMP!!

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) টুল চালু করতে যাচ্ছে লিংকডইন

চাকরিপ্রার্থীদের জন্য এআই টুল আনছে লিংকডইন

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন সম্প্রতি তাদের নেটওয়ার্কে নতুন একটি অনুসন্ধানসুবিধা যোগ করেছে। এই সুবিধা লিংকডইনে নিবন্ধনকারী ব্যক্তিদের চাকরি পাওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এবার চাকরিপ্রার্থীদের চাকরি খোঁজা এবং আবেদনের প্রক্রিয়াকে সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) টুল চালু করতে যাচ্ছে লিংকডইন।

‘লিংকডইন কোচ’ নামের টুলটি চালু হলে চাকরিপ্রার্থীরা সহজেই নিজেদের পছন্দের চাকরিগুলোর বিজ্ঞপ্তি দেখার পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী তথ্য যোগ করে আবেদন করতে পারবেন। চাকরির আবেদনপ্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি চাকরিপ্রার্থীদের দক্ষতা উন্নয়ন ও অন্যদের সঙ্গে যোগাযোগ বা নেটওয়ার্কিং বৃদ্ধির দিকনির্দেশনাও দেবে টুলটি।

টুলটি চালুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি লিংকডইন কর্তৃপক্ষ। তবে নতুন টুল চালুর ইঙ্গিত দিয়ে লিংকডইনের মুখপাত্র অ্যামান্ডা পারভিস জানিয়েছেন, ব্যবহারকারীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে নতুন বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে লিংকডইন। শিগগিরই নতুন কিছু জানানো হবে।

লিংকডইনের এআই টুলটির বিষয়ে অ্যাপ গবেষক নিমা ওজি জানিয়েছেন, লিংকডইনের টুলটি মূলত এআই অ্যাসিস্ট্যান্ট। এর ফলে টুলটির মাধ্যমে চাকরির আবেদনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনসহ নতুন নেটওয়ার্ক তৈরি করা যাবে। ফলে টুলটি চাকরিপ্রার্থীদের বিভিন্নভাবে সাহায্য করবে। টুলটির সঙ্গে চ্যাটবট থাকায় বিভিন্ন প্রশ্নের উত্তরও জানা যাবে।
সূত্র: গ্যাজেটস নাউ