Thank you for trying Sticky AMP!!

জিমেইল

পুরস্কারের প্রলোভন দেখিয়ে ভুয়া মেইল পাঠাচ্ছেন হ্যাকাররা

গুগলের ‘অনলাইন রিওয়ার্ড প্রোগ্রাম-এ পুরস্কার জেতার কথা বলে জি-মেইল ব্যবহারকারীদের কাছে ভুয়া মেইল পাঠাচ্ছেন হ্যাকাররা। গুগলের কর্মী পরিচয়ে পাঠানো ভুয়া এ মেইলে পুরস্কার গ্রহণের পদ্ধতি জানার জন্য লিংকে ক্লিক করতে বলা হয়। লিংকে ক্লিক করলেই ফোন বা কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করে পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য চুরি করতে থাকে। বিষয়টি জানতে পেরে ব্যবহারকারীদের ভুয়া মেইল থেকে সতর্ক থাকতে অনুরোধ করেছে গুগল।

গুগলের তথ্যমতে, গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারের জন্য পুরস্কার জেতার প্রলোভন দেখাচ্ছেন হ্যাকাররা। কিন্তু গুগল কখনোই নিজেদের সার্চ ইঞ্জিন ব্যবহারের জন্য কাউকে পুরস্কার দেয় না। ভুয়া এ মেইলের মাধ্যমে মূলত স্প্যাম ও ফিশিং আক্রমণ চালাচ্ছেন হ্যাকাররা। আর তাই ব্যবহারকারীদের ভুয়া মেইল থেকে সতর্ক থাকতে হবে।

Also Read: টুইটার অ্যাকাউন্ট যাচাইয়ের প্রলোভনে ভুয়া ই–মেইল পাঠাচ্ছে সাইবার অপরাধীরা

স্প্যাম ও ফিশিং মেইল থেকে নিরাপদ থাকতে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো মেইল খোলার সময় সতর্ক থাকতে বলেছে গুগল। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো মেইলগুলো খোলার সময় প্রেরকের পরিচয় ভালোভাবে যাচাই করতে বলেছে প্রতিষ্ঠানটি।
সূত্র: গিজমোচায়না

Also Read: চলতি বছর সাইবার হামলা বাড়বে