Thank you for trying Sticky AMP!!

চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহারকারীদের তথ্য ফাঁস করছে বলে অভিযোগ উঠেছে

পাসওয়ার্ডসহ কথোপকথনের তথ্য ফাঁস করছে চ্যাটজিপিটি

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতা লিখে দেয় চ্যাটবটটি। আর তাই অনেকেই নিয়মিত চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করেন। কিন্তু প্রযুক্তিপ্রেমীদের কাছে জনপ্রিয়তা পাওয়া চ্যাটজিপিটি চ্যাটবটটি ব্যবহারকারীদের পাসওয়ার্ডসহ কথোপকথনের তথ্য ফাঁস করছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আরসটেকনিকা।

আরসটেকনিকার প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহারকারীদের পাসওয়ার্ডসহ কথোপকথনের তথ্য ফাঁস করছে। সম্প্রতি একজন পাঠক অভিযোগ করেছেন, তিনি তাঁর চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহারের ইতিহাস ঘেঁটে এমন কিছু তথ্য খুঁজে পেয়েছেন, যা তিনি লেখেননি। প্রাথমিকভাবে তিনি ধারণা করেন, চ্যাটজিপিটি বোধ হয় ভুল করে অন্য কোনো ব্যবহারকারীর তথ্য দেখাচ্ছে। পরে দেখা যায়, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে অপরিচিত কোনো ব্যক্তি চ্যাটজিপিটি চ্যাটবটের সঙ্গে এসব কথোপকথন করেছেন।

তথ্য ফাঁসের অভিযোগের বিষয়ে ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির কারণে নয়, বরং ব্যবহারকারীর অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার কারণে তথ্য ফাঁস হয়েছে। কেউ একজন ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করে সেই কথোপকথন করেছেন। যদিও ব্যবহারকারীর দাবি, তিনি তাঁর অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করেন।
গত বছরের ডিসেম্বরে চ্যাটজিপিটির ‘কাস্টম জিপিটি’ সুবিধায় নিরাপত্তাত্রুটির সন্ধান পান ইয়োহান রেবার্গার নামের এক গবেষক। এই ত্রুটির কারণে চ্যাটজিপিটির ‘কাস্টম জিপিটি’ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা সম্ভব বলে দাবি করেন তিনি। নিরাপত্তাত্রুটির বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে চ্যাটজিপিটির নতুন হালনাগাদ উন্মুক্ত করে ওপেনএআই।

সূত্র: ইন্ডিয়া টুডে