ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে ‘জেমিনি ন্যানো’ যুক্ত করেছে গুগল।
ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে ‘জেমিনি ন্যানো’ যুক্ত করেছে গুগল।

অনলাইন প্রতারণা ঠেকাতে ক্রোমে এআই মডেল ‘জেমিনি ন্যানো’ যুক্ত করল গুগল

অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। এরই মধ্যে ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘জেমিনি ন্যানো’ যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। গুগলের দাবি, এই মডেল ব্যবহার করে স্ক্যাম শনাক্তকরণের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা যাবে। ভবিষ্যতে প্রযুক্তিটি অ্যান্ড্রয়েডেও চালু করা হবে।

গুগল জানিয়েছে যে জেমিনি ন্যানো যুক্ত হলে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট তৎক্ষণাৎ শনাক্ত করা যাবে। ফলে আগে কখনো দেখা যায়নি, এমন প্রতারণাও প্রতিহত করা সম্ভব হবে। ওয়েবসাইটের জটিল ও বিভ্রান্তিকর কনটেন্ট বিশ্লেষণ করার ক্ষমতা জেমিনি ন্যানোর রয়েছে, যা আমাদের নতুন ধরনের প্রতারণার কৌশল বুঝে প্রতিক্রিয়া জানানোর সুযোগ তৈরি করবে।

গুগল জানিয়েছে, বর্তমানে জেমিনি ন্যানো ব্যবহার করে অনলাইনে প্রযুক্তিসেবা দেওয়ার নামে পরিচালিত ভুয়া টেক সাপোর্ট প্রতারণা ঠেকানো হচ্ছে। শিগগিরই এআইভিত্তিক সতর্কবার্তা চালু করা হবে ক্রোম ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। ক্রোমের অন-ডিভাইস মেশিন লার্নিং মডেল যখন কোনো সন্দেহজনক নোটিফিকেশন শনাক্ত করবে, তখন ব্যবহারকারীকে একটি সতর্কবার্তা দেখানো হবে। চাইলে তিনি ওই সাইট থেকে ভবিষ্যতে কোনো নোটিফিকেশন না পেতে আনসাবস্ক্রাইব করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে সতর্কবার্তাটি ভুলভাবে দেখানো হয়েছে, তাহলে তিনি সেই ওয়েবসাইটের নোটিফিকেশন আবার চালুও করে নিতে পারবেন।

অনলাইন প্রতারণা ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নতুন কিছু নয় গুগলের জন্য। প্রতিদিন গুগল সার্চে বিপুল পরিমাণ প্রতারণামূলক ফলাফল এআই ব্যবহার করে সরিয়ে ফেলা হয়। গুগলের ভাষ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ওয়েবের বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ করে সমন্বিত প্রতারণা প্রচেষ্টা শনাক্ত এবং সম্ভাব্য হুমকি আগে থেকেই চিহ্নিত করা সম্ভব হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, সম্প্রতি ওয়েবসাইটে বিমান সংস্থার গ্রাহকসেবা প্রতিনিধির ছদ্মবেশে প্রতারণার প্রবণতা বেড়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে এমন প্রতারণা ৮০ শতাংশের বেশি হারে কমানো গেছে। একই সঙ্গে আগের তুলনায় ২০ গুণ বেশি স্ক্যাম সাইট শনাক্ত করা যাচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস