হুয়াওয়ের ক্লাউড সামিটে বক্তা ও অতিথিরা
হুয়াওয়ের ক্লাউড সামিটে বক্তা ও অতিথিরা

ঢাকায় ক্লাউড সম্মেলনে বক্তারা

ক্লাউড প্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাজের ধারায় আমূল পরিবর্তন এনেছে

‘ক্লাউড কম্পিউটিং’ সম্ভাবনাকে এগিয়ে নিতে অনুষ্ঠিত হলো হুয়াওয়ে ক্লাউড এসএপি সম্মেলেন। গতকাল মঙ্গলবার হুয়াওয়ে ঢাকার বাংলাদেশ একাডেমিতে ‘হুয়াওয়ে ক্লাউড এসএপি ২০২৩ সামিট’ ফিউশন ইনফোটেকের সঙ্গে যৌথভাবে আয়োজন করে হুয়াওয়ে সাউথ এশিয়া। ক্লাউড প্রযুক্তির সক্ষমতা ও এর সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর করণীয় সম্পর্কে বলা হয় এই সম্মেলনে।

প্রায় ১০০ ব্যবসায়ী, বিশেষজ্ঞ, ক্লাউড পেশাজীবী ও গ্রাহক প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন। অংশগ্রহণকারীরা ক্লাউড প্রযুক্তির শক্তি এবং এ–সংক্রান্ত উদ্ভাবন দেখার সুযোগ পান।

সম্মেলন সঞ্চালনা করেন হুয়াওয়ে সাউথ এশিয়ার ক্লাউড বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শাজাহান আহমেদ। সম্মেলনটি তিনটি অংশে ভাগ ছিল। মূল অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়ার ক্লাউড বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লি ও ফিউশন ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিশান আহমেদ মূল বক্তব্য দেন। তাঁরা প্রযুক্তিগত রূপান্তর, বর্তমান পরিস্থিতি ও ক্লাউড ব্যবহারের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে করণীয় সম্পর্কে আলোকপাত করেন। ফিউশন ইনফোটেকের এসএপি ডেলিভারি–প্রধান রাজীব ইমরান হুয়াওয়ে ক্লাউড এসএপির ব্যবহারিক দিক বর্ণনা করেন এবং কীভাবে এসএপি ব্যবহারকারী গ্রাহকেরা এই ক্লাউড পরিষেবার মাধ্যমে তাঁদের সক্ষমতা বাড়াতে এবং সর্বোচ্চ অপ্টিমাইজেশন নিশ্চিত করতে পারবেন, তা ব্যাখ্যা করেন।

হুয়াওয়ে সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লি বলেন, ‘হুয়াওয়ে ক্লাউড প্রযুক্তির সম্ভাবনা উন্মোচনে এবং ক্লাউডের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। ক্লাউড প্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাজ করার ধরনে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ক্লাউড দিয়ে আরও শক্তিশালী ডেটা সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং বিনিয়োগের ওপর লাভ বাড়াতে সাহায্য করা, আমরা আমাদের দায়িত্ব মনে করি।’