ইউটিউব শর্টসে নতুন সুবিধা চালু হয়েছে
ইউটিউব শর্টসে নতুন সুবিধা চালু হয়েছে

ইউটিউব শর্টসে নতুন সুবিধা

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউবের শর্টস ভিডিও। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। আর তাই সহজে শর্টস ভিডিও তৈরির পাশাপাশি ব্যবহারকারীদের স্বচ্ছন্দে দেখার সুযোগ দিতে শর্টসে নতুন সুবিধা যুক্ত করেছে ইউটিউব।

‘কোলাব’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে শর্টস ভিডিওর একটি অংশে মূল ভিডিও এবং অপর অংশে সেই ভিডিওর প্রতিক্রিয়া দেখানো যাবে। ফলে একই ভিডিওর মধ্যে থাকা দুটি পর্দায় আলাদা ভিডিও দেখতে পারবেন দর্শকেরা। প্রাথমিকভাবে আইফোনে এ সুবিধা ব্যবহার করা যাচ্ছে। শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে এ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

কোলাব সুবিধা চালুর পাশাপাশি উল্লম্ব আকারের লাইভ ভিডিও করার সুযোগ যুক্ত হচ্ছে ইউটিউব শর্টসে। টিকটক ও ইনস্টাগ্রামে বর্তমানে এ সুবিধা চালু রয়েছে। নতুন এ সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা উল্লম্ব আকারের লাইভ ভিডিও প্রচার করতে পারবেন। এ ছাড়া নতুন ইফেক্ট, স্টিকার এবং প্রশ্নোত্তর সুবিধাও যুক্ত হচ্ছে শর্টসে। প্রশ্নোত্তর সুবিধার মাধ্যমে নির্মাতারা সহজেই নিজেদের অনুসরণকারীদের প্রশ্ন করার পাশাপাশি তাদের প্রতিক্রিয়া দেখতে পারবেন।

এ ছাড়া নতুন আরও দুটি সুবিধা যুক্ত হচ্ছে ইউটিউব শর্টসে। একটি সুবিধার মাধ্যমে শর্টস ভিডিওর প্লে লিস্ট সংরক্ষণ করা যাবে। বর্তমানে ইউটিউবে এ সুবিধা থাকলেও শর্টসে ভিডিওর প্লে লিস্ট যুক্ত করা যায় না। অপর সুবিধার মাধ্যমে অনুভূমিক ভিডিওকে সহজেই শর্টস ভিডিওতে রূপান্তর করা যাবে। ভিডিওগুলোর আকার স্বয়ংক্রিয়ভাবে নতুন ফরম্যাটে পরিবর্তন করার সুযোগ থাকায় নির্মাতারা সহজেই নিজেদের তৈরি বিভিন্ন ভিডিও দিয়ে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন।
সূত্র: জেডডিনেট