Thank you for trying Sticky AMP!!

প্রতিযোগিতামূলক ব্যবসায়ের পথ রোধ করায় মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা হয়

মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা

১৮ মে ১৯৯৮

মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা। মার্কিন বিচার বিভাগ ও যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্য শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশনের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা করে ১৯৯৮ সালের ১৮ মে।

১৮ মে ১৯৯৮
মাইক্রোসফটের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট মামলা
মার্কিন বিচার বিভাগ ও যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্য শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশনের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা করে ১৯৯৮ সালের ১৮ মে। কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং ওয়েব ব্রাউজার বিক্রির ক্ষেত্রে মাইক্রোসফট একচেটিয়া বাজার দখল করছে, মামলায় এমন অভিযোগ আনা হয়। সেই সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়েব ব্রাউজার হিসেবে ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ সফটওয়্যার দিয়ে দিত মাইক্রোসফট। ফলে সেই সময়ের অন্য ওয়েব ব্রাউজারগুলো বাজার হারায়। অনৈতিকভাবে তখনকার ওয়েব ব্রাউজার নেটস্কেপ নেভিগেটর বা অপেরার বাজার রুদ্ধ করে দেয় মাইক্রোসফট, এমন অভিযোগও ছিল অ্যান্টিট্রাস্ট মামলায়। দীর্ঘ শুনানি, আপিল আবেদন আর আইনি লড়াইয়ের পর মাইক্রোসফট উইন্ডোজের সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরার রাখতে সক্ষম হয়। কিন্তু তাদের মুচলেকা দিতে হয় যে প্রতিযোগিতামূলক বাজার নষ্ট করে এমন কোনো ব্যবসায়িক চর্চা মাইক্রোসফট করতে পারবে না। অপর দিকে অনেক ব্রাউজার নির্মাতা মাইক্রোসফটের সঙ্গে সমঝোতায় আসে। ফলে মাইক্রোসফট অ্যান্টিট্রাস্ট মামলা থেকে বেরিয়ে আসতে পারে।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওরআরজি