Thank you for trying Sticky AMP!!

লেনোভো ইয়োগা আলো ৭ মডেলের কম্পিউটারের পর্দা উলম্বভাবে ব্যবহার করা যায়

উলম্ব মনিটরের কম্পিউটার

মুঠোফোনের আদলে উলম্বভাবে ছবি, ভিডিও বা ওয়েবসাইট দেখার সুযোগ মিলবে এই কম্পিউটারে। স্পর্শনির্ভর পর্দা হওয়ায় চাইলে আঙুল দিয়ে মনিটরের ছবি ওপর নিচও করা যাবে। ফলে সামাজিক যোগাযোগের সাইটের বিভিন্ন পোস্ট মুঠোফোনের মতোই স্ক্রল করে দেখা যায়। চাইলে আড়াআড়িভাবেও ব্যবহার করা যাবে মনিটরটি। শুনতে অবাক লাগলেও এমনই এক কম্পিউটার তৈরি করেছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো।

লেনোভো ইয়োগা আলো ৭ মডেলের কম্পিউটারের পর্দা আড়াআড়িভাবেও ব্যবহার করা যায়

লেনোভো ইয়োগা আলো ৭ মডেলের অল ইন ওয়ান ডেস্কটপ কম্পিউটারের পর্দার আকার ২৭ ইঞ্চি। ফলে বড় পর্দায় কাজ করার পাশাপাশি স্বচ্ছন্দে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার সম্ভব। এএমডি রাইজেন ৪০০০ সিরিজের প্রসেসরে চলা কম্পিউটারটিতে এনভিডিয়া জিফোর্স ২০৬০ গ্রাফিকস কার্ড থাকায় উন্নত রেজল্যুশনে ছবি বা ভিডিও দেখা যায়। দাম ১ হাজার ৪৬০ ডলার।
সূত্র: ইন্ডিয়া টাইমস