গ্যাজেটস

রঙের কোডসহ নাম জানায় এ যন্ত্র

নিক্স মিনি কালার সেন্সর ভি২
নিক্স মিনি কালার সেন্সর ভি২

বিনোদনকেন্দ্র বা হোটেলে বেড়ানোর সময় সেখানকার ঘরের দেয়াল বা আসবাবের রং পছন্দ হয় অনেকের। মনে মনে নিজের ঘরের দেয়াল বা আসবাবে সেই রং ব্যবহারের পরিকল্পনা করেন তারা।

কিন্তু সঠিক শেডের নাম বা কোড নম্বর না জানায় চাইলেই পছন্দের রং কেনার সুযোগ মেলে না। সমস্যার সমাধান দেবে, ‘নিক্স মিনি কালার সেন্সর ভি২’।

ছোট আকারের যন্ত্রটি যেকোনো বস্তুর ওপর কিছুক্ষণ ধরে রাখলেই সেই বস্তুর রং শনাক্ত করতে পারে।

এরপর রঙের নাম, কোডসহ কোন কোন প্রতিষ্ঠান রংটি বাজারজাত করে, তা ব্যবহারকারীদের মুঠোফোনেও পাঠায়। ফলে ব্যবহারকারীরা চাইলেই দোকান থেকে নির্দিষ্ট শেডের রং কিনতে পারেন।

নিক্স অ্যাপের মাধ্যমে মুঠোফোনে সহজেই সেন্সরের শনাক্ত করা রঙের তথ্য জানা যায়। সেন্সরের পাঠানো তথ্য পর্যালোচনার জন্য অ্যাপটিতে প্রায় ২৮ হাজার রঙের বিশাল তথ্যভান্ডার রয়েছে। সেন্সরটির দাম ৯৯ মার্কিন ডলার বা সাড়ে ৯ হাজার ৪০০ টাকা (প্রায়)।

সূত্র: ম্যাশেবল