হাইড্রোফয়লার এসএলথ্রি ইলেকট্রিক বাইক
হাইড্রোফয়লার এসএলথ্রি ইলেকট্রিক বাইক

গ্যাজেটস

পানিতে চলা বৈদ্যুতিক বাইক

সাইকেলের আদলে প্যাডেল ঘুরালেই সামনের দিকে এগিয়ে যায় এই বৈদ্যুতিক বা ইলেকট্রিক বাইক। এ জন্য রাস্তা বা মাটিরও দরকার নেই। পানিতে ভেসে পথ পাড়ি দিতে পারে এই বাইক। শুনতে অবাক লাগলেও পানিতে চলতে সক্ষম এই ইলেকট্রিক বাইক তৈরি করেছে নিউজিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মানতা ৫।

হাইড্রোফয়লার এসএলথ্রি মডেলের ইলেকট্রিক বাইকটি সর্বোচ্চ ১২ দশমিক ৪ মাইল গতিতে চলতে পারে। প্যাডেলের ঘূর্ণনের ফলে উৎপন্ন বিদ্যুৎ শক্তি কাজে লাগিয়ে পথ চলতে সক্ষম বাহনটির দাম ৯ হাজার ডলার। ইলেকট্রিক বাইকটির পানিতে চলার ছবিগুলো দেখে নেওয়া যাক।

হাইড্রোফয়লার এসএলথ্রি ইলেকট্রিক বাইক
মানতা ৫

ছবি১: সাইকেলের আদলে প্যাডেল ঘুরিয়ে ব্যবহার করা যায় ইলেকট্রিক বাইক।

হাইড্রোফয়লার এসএলথ্রি ইলেকট্রিক বাইক

ছবি২: মাটিতে চলছে বাইসাইকেল। ইলেকট্রিক বাইক পানিতে।

হাইড্রোফয়লার এসএলথ্রি ইলেকট্রিক বাইক

ছবি৩: পাহাড়ের কোল ঘেঁষে চলতে পারে ইলেকট্রিক বাইক।

হাইড্রোফয়লার এসএলথ্রি ইলেকট্রিক বাইক

ছবি৪: ইলেকট্রিক বাইক লেকের ঠিক মাঝখান দিয়েও চলতে পারে।

হাইড্রোফয়লার এসএলথ্রি ইলেকট্রিক বাইক

ছবি৫: ইলেকট্রিক বাইকের পুরো অংশ।

সূত্র: মেইল অনলাইন