Thank you for trying Sticky AMP!!

নিউইয়েস পোর্টেবল ওয়্যারলেস থার্মাল প্রিন্টার

স্মার্টফোন থেকে প্রিন্ট করা যায় তারহীন এই প্রিন্টারে

স্মার্টফোনে থাকা তথ্য ও ছবি প্রিন্ট করতে সমস্যায় পড়েন অনেকেই। সমস্যার সমাধান দেবে নিউইয়েস পোর্টেবল ওয়্যারলেস থার্মাল প্রিন্টার। আকারে ছোট ও ওজন কম হওয়ায় তারহীন এই প্রিন্টার সহজে বহনও করা যায়। ফলে ঘরে বা অফিসের পাশাপাশি ভ্রমণের সময়ও প্রিন্টারটি ব্যবহার করা সম্ভব।

নিউইয়েসের তৈরি প্রিন্টারটির ব্যবহারপদ্ধতি বেশ সহজ। ফোনে প্রিন্টারটির অ্যাপ চালু করে প্রিন্ট অপশন চাপলেই নির্দিষ্ট ফাইল বা ছবি প্রিন্ট হয়ে যায়। প্রিন্টারটিতে এ–ফোর আকারের পৃষ্ঠা ব্যবহারের সুযোগ থাকায় অফিসের গুরুত্বপূর্ণ তথ্য সহজেই প্রিন্ট করা যায়। ফলে ঘরে বা বাইরে যেখানেই থাকুন না কেন প্রয়োজনীয় তথ্য বা ছবি তাৎক্ষণিক প্রিন্ট করা সম্ভব।

ব্লু-টুথের পাশাপাশি কেব্‌লের মাধ্যমেও ব্যবহার করা যায় প্রিন্টারটি। একবারের চার্জে প্রায় ৮০ মিনিট চলতে সক্ষম প্রিন্টারটি ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার থেকেও প্রিন্ট করতে পারে। শুধু থার্মাল কাগজে প্রিন্ট করতে সক্ষম প্রিন্টারটির দাম ১৯৯ ডলার।
সূত্র: ম্যাশেবল