Thank you for trying Sticky AMP!!

ডিজেআই ম্যাভিক থ্রি প্রো ড্রোন

ড্রোনে তিন ক্যামেরা যুক্ত করল ডিজেআই

প্রথমবারের মতো তিন ক্যামেরাযুক্ত ড্রোন বাজারে এনেছে ডিজেআই। ‘ডিজেআই ম্যাভিক থ্রি প্রো’ মডেলের এই ড্রোন কাজে লাগিয়ে একই সময়ে তিনটি ক্যামেরার সমন্বয়ে ভিডিও ধারণ করা যাবে। ফলে সহজে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাণের পাশাপাশি শুটিং বা জরিপের কাজ করা যাবে।

৪৮, ২০ ও ১২ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ড্রোনটি ফোরকে প্রযুক্তির ভিডিও ধারণের পাশাপাশি উন্নত মানের ছবি তুলতে পারে। একবার চার্জ টানা ৪৩ মিনিট উড়তে সক্ষম ড্রোনটিতে আটটি ভিশন সেন্সর যুক্ত থাকায় দুর্ঘটনার শঙ্কা নেই বললেই চলে। তিনটি সংস্করণের বাজারে আসা ড্রোনটির দাম ২ হাজার ১৯৯ ডলার, ২ হাজার ৯৯৯ ডলার এবং ৩ হাজার ৮৮৯ ডলার।

সূত্র: জেডডিনেট, টেক রাডার

Also Read: ডিজেআইয়ের নতুন গিম্বল