Thank you for trying Sticky AMP!!

বাহুতে লাগানো হাইড্রেশন বায়োসেন্সর শরীরের পানিশূন্যতা শনাক্ত করবে

শরীরের পানিশূন্যতা শনাক্ত করে এই যন্ত্র

প্রচণ্ড গরম বা শরীর চর্চার সময় শরীর বেশি ঘামতে থাকে। আর এই ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় পানি ও লবণ৷ ঘামের পরিমাণ বেশি হলে সময়মতো পানি পান না করলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়, ফলে দুর্বলতা, মাথা ঘোরানোসহ বিভিন্ন শারীরিক সমস্যা হয়ে থাকে।

নিক্সের তৈরি হাইড্রেশন বায়োসেন্সর নামের যন্ত্রটি ব্যবহারকারীর ঘাম পর্যালোচনা করে শরীরে পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের (সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম) ভারসাম্যহীনতা  শনাক্ত করে সতর্কবার্তা পাঠাতে পারে। ফলে সময়মতো পানি পান করে শরীর সুস্থ রাখা যায়।

হাইড্রেশন বায়োসেন্সর যন্ত্রটি আকারে ছোট হওয়ায় সহজেই হাতের পেশিতে যুক্ত করে ব্যবহার করা যায়। এ জন্য বিশেষ ধরনের আঠাযুক্ত প্যাঁচও রয়েছে যন্ত্রটির সঙ্গে। প্যাঁচটি ব্যবহারকারী ত্বকের ঘাম শোষণ করে। ফলে যন্ত্রে থাকা সেন্সর দ্রুত ঘাম পর্যালোচনা করে শরীরের পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা শনাক্ত করতে পারে। এর দাম ১২৯ মার্কিন ডলার।
সূত্র: দ্য ভার্জ