Thank you for trying Sticky AMP!!

লকলি ভিশন এলিট স্মার্টলক

সৌরবিদ্যুতে চলে ক্যামেরা যুক্ত এই তালা

ঘরের নিরাপত্তায় অ্যাপনিয়ন্ত্রিত তালা ব্যবহারের পাশাপাশি ভিডিও ডোরবেল ব্যবহার করেন অনেকে। আকারে ছোট এই স্মার্টতালাটিতে ক্যামেরা যুক্ত থাকায় ডোরবেলের সুবিধাও পাওয়া যায়। ওয়াইফাই প্রযুক্তিনির্ভর তালাটি অ্যাপের মাধ্যমে দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়।

Also Read: স্মার্টঘড়ি এখন সোলার

‘লকলি ভিশন এলিট’ নামের তালাটি সৌরবিদ্যুতে চলে। ফলে ব্যাটারি নিয়ে চিন্তা করতে হয় না। অ্যাপনিয়ন্ত্রিত তালাটিতে মোশন সেন্সর সুবিধা থাকায় দরজার সামনে কেউ এলেই সতর্কবার্তা পাঠাতে পারে। তালাটি কিনতে গুনতে হবে ৫০০ মার্কিন ডলার বা ৪৭ হাজার ৩০০ টাকা (প্রায়)।

সূত্র: দ্য ভার্জ

Also Read: যে স্মার্টঘড়িতে রাখা যাবে ৩২ গিগাবাইট তথ্য