Thank you for trying Sticky AMP!!

‘রে-ব্যান স্টোরিজ’ স্মার্ট চশমা চোখে মার্ক জাকারবার্গ

স্মার্ট চশমায় স্মার্ট জাকারবার্গ

মেটার ‘রে-ব্যান স্টোরিজ’ স্মার্ট রোদচশমা চোখে পরে ঘুরছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। রে-ব্যানের সহযোগিতায় তৈরি অত্যাধুনিক এই চশমায় রয়েছে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যবহারকারীর মুখের কথায় ছবি তোলার পাশাপাশি ভিডিওও ধারণ করতে পারে স্মার্ট চশমাটি। মাইক্রোফোন ও স্পিকার থাকায় চাইলে ফোনকলের উত্তরও দেওয়া যায়।

‘রে-ব্যান স্টোরিজ’ স্মার্ট চশমা চোখে দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিও পোস্ট করেছেন মার্ক জাকারবার্গ। তিনি জানান, আজ বেশ কিছু নতুন সুবিধা চালু হয়েছে রে-ব্যান স্টোরিজে। নতুন এসব সুবিধা চালুর ফলে বন্ধুদের পাঠানো বার্তা পড়ে শোনাবে স্মার্টগ্লাসটি। শুধু তা–ই নয়, ফোনকলের পাশাপাশি হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠানো যাবে। শিগগিরই মুখের কথায় মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বার্তার উত্তর পাঠানোর সুযোগ মিলবে।

গত সেপ্টেম্বরে উন্মুক্ত হওয়া স্মার্ট চশমাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইতালিসহ বিভিন্ন দেশে ব্যবহার করা যায়। বিভিন্ন মডেলের স্মার্ট চশমাটির দাম ২৩৯ মার্কিন ডলার বা সাড়ে ২২ হাজার টাকা (প্রায়)।