এ বছরের সিইএস মেলা শেষ হচ্ছে আজ

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে আজ শনিবার শেষ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)। ৭ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এ মেলা। বছরের শুরুতে এ মেলায় দেখা যায় নতুন নতুন প্রযুক্তির নানা চমক। এবারের মেলার কয়েকটি ছবি নিয়ে এ আয়োজন।

গতকাল শুক্রবার সিইএসে টিসিএলের এআই এমআই রোবটের ছবির পাশ দিয়ে যাচ্ছেন একজন দর্শনার্থী
ছবি: এএফপি
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির খেলনা রোবট এআই এমআই দেখিয়েছে টিসিএল। গতকাল শুক্রবার লাস ভেগাসে সিইএস মেলায়
সিইএস মেলায় স্ন্যাপড্রাগনের স্টলে রাখা সারি সারি ল্যাপটপ কম্পিউটারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন দর্শক
স্যামসাংয়ের স্টলে দর্শনার্থী
স্মার্টফোনের কেস বা খাপ নিয়েও আগ্রহ কম নয় ব্যবহারকারীদের। সিইএসে একটি স্টলে স্মার্টফোনের কেস দেখছেন দর্শনার্থীরা