দেয়ালের ঠিক মাঝে ছবি ঝোলানোর জায়গা খুঁজে পেতে বেশ সমস্যা হয় অনেকের। কেউ আবার টেপ দিয়ে ঘরের মাপ নিয়ে আসবাব কিনে বিব্রতকর সমস্যার মুখোমুখি হন। চিন্তার কিছু নেই, সমস্যার সমাধান দেবে ‘ভিএইচ-৮০’। টেপের বিকল্প যন্ত্রটি লেজার রশ্মি কাজে লাগিয়ে দূরত্ব মাপতে পারে। ব্যবহার পদ্ধতিও বেশ সহজ।
দেয়াল বা কোনো বস্তুর দিকে যন্ত্রটি ধরে বাটন চাপলেই দূরত্বের তথ্য জানা যায়।
পরিমাপক যন্ত্রটি কাজে লাগিয়ে একই সঙ্গে দুই পাশের দূরত্বও মাপা যায়। ফলে সহজেই নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী অংশ নির্বাচন করা সম্ভব। শুধু তা-ই নয়, পুরো স্থানের দৈর্ঘ্যও জানা যায় সহজেই। সর্বোচ্চ ৮০ মিটার দূরত্ব মাপতে সক্ষম যন্ত্রটি তৈরি করেছে ম্যাগপাই টেক। দাম ১৯৯ ডলার বা ১৯ হাজার টাকা (প্রায়)।
সূত্র: ম্যাশেবল