নিউইয়র্ক থেকে শিকাগো টেলিফোন লাইনের উদ্বোধন করছেন গ্রাহাম বেল। ১৮৯২
নিউইয়র্ক থেকে শিকাগো টেলিফোন লাইনের উদ্বোধন করছেন গ্রাহাম বেল। ১৮৯২

প্রযুক্তির এই দিনে: ১০ মার্চ

পৃথিবীর প্রথম ফোনকলে সহকারী ওয়াটসনকে ডাকলেন গ্রাহাম বেল

টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার সফলভাবে পৃথিবীর প্রথম টেলিফোন কল করেন। বেল টেলিফোনের সক্ষমতা প্রদর্শনের জন্য তাঁর সহকারী টমাস ওয়াটসনকে ফোনকল করেন।

১০ মার্চ ১৮৭৬
পৃথিবীর প্রথম ফোনকল করলেন আলেকজান্ডার গ্রাহাম বেল
টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার সফলভাবে পৃথিবীর প্রথম টেলিফোন কল করেন। বেল টেলিফোনের সক্ষমতা প্রদর্শনের জন্য তাঁর সহকারী টমাস ওয়াটসনকে ফোনকল করেন। টেলিফোন কলে গ্রাহাম বেলের বাক্যটি ছিল, ‘জনাব ওয়টাস, এখানে আসুন। আমি আপনাকে দেখতে চাই (মি. ওয়াটসন, কাম হিয়ার। আই ওয়ান্ট টু সি ইউ)।’ এটিই ছিল আলেকজান্ডার গ্রাহাম বেল উদ্ভাবিত যন্ত্র টেলিফোনের বিশাল সফলতা।

ওয়েবসাইট দেখার প্রথম জনপ্রিয় সফটওয়্যার ছিল নেটস্কেপ নেভিগেটর
ওয়েবসাইট দেখার প্রথম জনপ্রিয় সফটওয়্যার ছিল নেটস্কেপ নেভিগেটর

১০ মার্চ ১৯৯৭
তৃতীয় প্রজন্মের ব্রাউজারের ঘোষণা দিল নেটস্কেপ
মার্কিন সফটওয়্যার নির্মাতা নেটস্কেপ কমিউটানিকেশনস করপোরেশন শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করতে তাদের তৃতীয় প্রজন্মের ওয়েব ব্রাউজার সফটওয়্যারের ঘোষণা দেয়। নতুন ব্রাউজারে (নেটস্কেপ নেভিগেটর) এক্সট্রানেট বা বিভিন্ন কোম্পানির মধ্যে প্রাইভেট ইন্টারনেট সংযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর পর থেকেই নেটস্কেপ ও মাইক্রোসফট—দুই কোম্পানির মধ্যে প্রতিযোগিতা বাড়তে থাকে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক চূড়ান্ত রায় দেন। যার ফলে মাইক্রোসফট তার উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার সরিয়ে নেয়।