চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোন ও বিএসসিএলের ঊর্ধ্বতন কর্তারা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোন ও বিএসসিএলের ঊর্ধ্বতন কর্তারা

স্টারলিংকের সেবা পাবেন গ্রামীণফোনের করপোরেট গ্রাহকেরা

গ্রামীণফোনের করপোরেট অর্থাৎ বি-টু-বি গ্রাহকদের জন্য স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হচ্ছে। এ লক্ষ্যে গ্রামীণফোন ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

আজ বুধবার গ্রামীণফোন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যেসব শিল্প খাতে নেটওয়ার্ক সার্বক্ষণিক প্রাপ্যতা পেতে অসুবিধা এবং স্থলভিত্তিক অবকাঠামো এখনো সীমিত, সেসব খাতের জন্য এই সেবা নিয়ে এসেছে গ্রামীণফোন। এতে কোম্পানিটির বি-টু-বি গ্রাহকেরা দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায়ও নির্বিঘ্ন ও উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ বলেন, স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বি-টু-বি গ্রাহকদের দুর্গম এলাকায় কার্যক্রম পরিচালনায় সুবিধা হবে। সার্বক্ষণিক সংযুক্ত থাকার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড সম্প্রসারণের অংশীদার হয়ে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, ফাইবার বিচ্ছিন্নতা, প্রাকৃতিক দুর্যোগ বা গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক বিভ্রাটের সময় নির্ভরযোগ্য ব্যাকআপ লিংক হিসেবে কাজ করবে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক সংযোগ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।