Thank you for trying Sticky AMP!!

কোডাকের এই যন্ত্র দিয়ে প্রকাশনায় ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহার শুরু

প্রকাশনায় কোডাকের ইলেকট্রনিক প্রযুক্তি

২৯ মে ১৯৮৫

কোডাকের ইলেকট্রনিক প্রকাশনা সিস্টেম। দ্য ইস্টম্যান কোডাক কোম্পানি প্রথমবারের মতো প্রকাশনায় ইলেকট্রনিক প্রযুক্তির সূচনা করে। এর নাম ছিল এক্টাপ্রিন্ট ইলেকট্রনিক পাবলিশিং সিস্টেম।

২৯ মে ১৯৮৫
কোডাকের ইলেকট্রনিক প্রকাশনা সিস্টেম
দ্য ইস্টম্যান কোডাক কোম্পানি প্রথমবারের মতো প্রকাশনায় ইলেকট্রনিক প্রযুক্তির সূচনা করে। এর নাম ছিল এক্টাপ্রিন্ট ইলেকট্রনিক পাবলিশিং সিস্টেম। প্রকাশনার জন্য ক্রেতা বা প্রতিষ্ঠান এই প্রযুক্তিগত ব্যবস্থায় সম্পাদনা, ছাপা, লেখা হালনাগাদ করা ও গ্রাফিকস ব্যবহার করতে পারত। প্রকাশনার এই যন্ত্রের দাম ছিল ৫০ হাজার মার্কিন ডলার। এই প্রযুক্তির কিছু যন্ত্রাংশের নকশা করেছিল সান মাইক্রোসিস্টেমস ইনকরপোরেটেড, ক্যানন ইনকরপোরেটেড, ও ইন্টারলিফ ইনকরপোরেটেড। কোডাকের ৫০ হাজার ডলারের সেই যন্ত্রে যেসব সুবিধা পাওয়া যেত, এখন যেকোনো কম্পিউটারে কয়েক শ ডলার খরচ করলেই সেগুলো পাওয়া যায়।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি