মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই) কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এডিসন জেনারেল ইলেকট্রিক কোম্পানি ও থমসন-হিউস্টন ইলেকট্রিক কোম্পানি ইনকরপোরটেড হয়ে জিইর প্রতিষ্ঠা হয়।
১৫ এপ্রিল ১৮৯২
জেনারেল ইলেকট্রিকের প্রতিষ্ঠা
মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই) কোম্পানি প্রতিষ্ঠিত হয়। নিউইয়র্কে এডিসন জেনারেল ইলেকট্রিক কোম্পানি ও থমসন-হিউস্টন ইলেকট্রিক কোম্পানি ইনকরপোরটেড হয়ে জিইর প্রতিষ্ঠা হয়। তখন এর সদর দপ্তর ছিল বোস্টনে। জিই প্রতিষ্ঠা করেন চার্লস এ কফিন, টমাস আলভা এডিসন, হেনরি লি হিগিনসন ও জে পি মরগান। অ্যারোস্পেস, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, আর্থিকসহ বেশ কিছু বিভাগ ছিল জিইর।
২০২০ সালে রাজস্ব আয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রে ফরচুন ৫০০ কোম্পানির মধ্যে ৩৩তম বৃহৎ প্রতিষ্ঠান ছিল জিই। ২০১১ সালে ফোর্বস সাময়িকীর করা গ্লোবাল ২০০০ তালিকায় জিইর অবস্থান ছিল ৬৪তম। জিই ফরচুন-২০ কোম্পানির মধ্যে লাভজনক হিসেবে ১৪তম স্থানও অর্জন করেছিল। কিন্তু পরে বাজারে দ্রুত পতন ঘটে কোম্পানিটির (৭৫ শতাংশ আয় কমে যায়)। জিইর দুই প্রকৌশলী আরভিং ল্যাংম্যুর ও ইভার জিয়েভের যথাক্রমে ১৯৩২ সালে রসায়নে ও ১৯৭৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
চলতি একবিংশ শতাব্দীর প্রথম দশকে বৈশ্বিক মন্দার প্রভাবে জেনারেল ইলেকট্রিক তার বিভিন্ন বিভাগ ও সম্পদ বিক্রি করা শুরু করেন। এরপর জিইর বিভিন্ন ব্যবসা বিক্রি হয়ে যায়। ২ এপ্রিল বিদ্যুৎ ব্যবসাও বিক্রি করে দেয় কোম্পানিটি। নতুন নাম হয় জিই ভার্নোভা। জেনারেল ইলেকট্রিক কোম্পানির নাম বদলে রাখা হয়েছে জিই অ্যারোস্পেস। এভাবেই ২ এপ্রিল মূল জেনারেল ইলেকট্রিক কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
১৫ এপ্রিল ১৯৭৭
প্রথম ওয়েস্ট কোস্ট কম্পিউটার মেলা শুরু
নতুন দর্শক অর্থাৎ সাধারণ মানুষদের জন্য প্রথমবারের মতো ওয়েস্ট কোস্ট কম্পিউটার মেলা শুরু হয়। এই মেলায় সংযোজিত পারসোনাল কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ দেখা হয়। ১৯৭৭ বছরটি পারসোনাল কম্পিউটারের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ছিল। এ বছরই অ্যাপল-টু, কমডোর পেট ও দ্য রেডিও শ্যাক টিআরএস-৮০ কম্পিউটারের ঘোষণা আসে এবং ওয়েস্ট কোস্ট কম্পিউটার মেলায় সেগুলো দেখানো হয়। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সিভিক অডিটরিয়াম ও ব্রুকস হলে এই মেলা চলে। ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৩ দিনের এই মেলায় ১০ হাজারেরও বেশি উৎসুক দর্শক কম্পিউটারের বিপ্লব দেখতে এসেছিলেন। এসব পারসোনাল কম্পিউটারই পরবর্তী সময় বিশ্ববাসীর জীবনযাপনে পরিবর্তন আনে। তাই ওয়েস্ট কোস্টের প্রথম মেলাকে পারসোনাল কম্পিউটারের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে ধরা হয়।