হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ও ভিডিও ডাউনলোড ঠেকাতে নতুন সুবিধা আসছে

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত ছবি ও ভিডিও পাঠান। তবে হোয়াটসঅ‍্যাপে কেউ ছবি বা ভিডিও পাঠালেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের স্মার্টফোনে ডাউনলোড হয়। ফলে অনেকেই পরবর্তী সময়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। এ সমস্যা সমাধানের পাশাপাশি ব্যক্তিগত বার্তার গোপনীয়তা বাড়াতে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরখ করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালু থাকলে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ও ভিডিও প্রাপকের ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হবে না। সুবিধাটি ব্যক্তিগত এবং গ্রুপ—দুই ধরনের চ্যাট অপশনেই ব্যবহার করা যাবে। তবে ম্যানুয়ালি ছবি বা ভিডিও সংরক্ষণ করা যাবে কি না, সে বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালু থাকলে ‘মেটা এআই’ নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট অপশনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া বা ছবি তৈরি করা যাবে না। মেটা এআই ব্যবহার করা না গেলেও বার্তা ফরওয়ার্ড বা স্ক্রিনশট নেওয়ার সুযোগ মিলবে।

প্রসঙ্গত, বর্তমানে হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সুবিধা চালু থাকলে নির্দিষ্ট সময় পর হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা বার্তা ও মাল্টিমিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এ সুবিধা কাজে লাগিয়ে ১ দিন, ৭ দিন বা ৯০ দিন আগে নির্দিষ্ট বার্তা বা ফাইল মুছে যাওয়ার সময়সীমা নির্ধারণ করা যায়।

সূত্র: দ্য ভার্জ