ইলন মাস্ক ও এরল মাস্ক
ইলন মাস্ক ও এরল মাস্ক

ইলন মাস্কের সমালোচনায় বাবা এরল মাস্ক, কেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ও এক্সের মালিক ইলন মাস্ককে তাঁর প্রশাসনের নবগঠিত গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বিভাগের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারি বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বিদেশি নেতাদের সঙ্গে বৈঠকের সময়ও সন্তানসহ হাজির হচ্ছেন ইলন মাস্ক। অনেকে এ বিষয়ে প্রশংসা করলেও ইলন মাস্কের সমালোচনা করেছেন তাঁর বাবা এরল মাস্ক।

ওভাল অফিসে ছেলেকে নিয়ে যান ইলন মাস্ক

ওয়াইড অ্যাওয়েক নামের একটি পডকাস্টে এরল মাস্ক জানিয়েছেন, ইলন মাস্ক সন্তানদের লালন-পালনের ক্ষেত্রে আয়াদের ওপর অত্যধিক নির্ভর করে। শিশুদের প্রাথমিকভাবে বেড়ে ওঠার জন্য পিতামাতার উপস্থিতির বিষয়টি গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে তার মনোযোগের ঘাটতি রয়েছে। ইলন তার অনেক সন্তানের সামনে উপস্থিত নেই। সে একজন ভালো বাবা নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইলন মাস্কের বৈঠক চলাকালে তাঁর সন্তানদের দেখা যায়

ইলন মাস্কের মোট ১২ জন সন্তানের কথা জানা গেছে। তাঁর প্রথম সন্তান নেভাদা আলেকজান্ডার আকস্মিক শিশু মৃত্যু সিনড্রোমের (এসআইডিএস) কারণে মাত্র ১০ সপ্তাহ বয়সে মারা যায়। এরল মাস্ক মনে করেন, ইলনের বাকি সন্তানেরা একইভাবে পিতামাতার অনুপস্থিতিতে বড় হচ্ছে। তিনি জানান, সে খুব ধনী, অনেক আয়া আছে।

ইলন মাস্কের সন্তান লালন–পালনের পদ্ধতির দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে বলে মনে করেন এরল মাস্ক। এ বিষয়ে তিনি জানান, ‘ইলন ও কিম্বলের (ইলনের আরেক ভাই) ছেলেরা বড় হয়ে রাস্তা পার হতে পারে না। আমার অন্য মেয়েরা বলে, বাবা তুমি বিশ্বাস করবে না, তারা বাইরের রাস্তায় চলতে পারে না। ১৪ বছর বয়সেও রাস্তা পারাপারের সময় তাদের হাত ধরে রাখতে হয়। ইলনকে এসব বিষয়ে মোকাবিলা করতে হবে। এটা আসলে একটু উদ্বেগজনক।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া