Thank you for trying Sticky AMP!!

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের চ্যাট লক সুবিধায় যে পরিবর্তন আসছে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একসঙ্গে সর্বোচ্চ চারটি যন্ত্রে তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। এমনকি প্রাথমিক স্মার্টফোন বন্ধ বা ইন্টারনেটে যুক্ত না থাকলেও লিংক করা যন্ত্রগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। ফলে যাঁরা ডেস্কটপ কম্পিউটার বা একাধিক স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা সব যন্ত্রেই একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে পারেন। একাধিক যন্ত্রে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকলেও প্রাথমিক স্মার্টফোন ছাড়া অন্য যন্ত্রে চ্যাট লক সুবিধা পাওয়া যায় না। ফলে এবার প্রাথমিক স্মার্টফোনসহ অন্য যন্ত্রের জন্যও চ্যাট লক সুবিধা আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে চ্যাট লক সুবিধা চালুর ফলে ব্যবহারকারীর অজান্তে অন্য কেউ ফোন ব্যবহার করলেও লক করা বার্তা বা ছবির পোস্ট দেখতে পারেন না। ফলে নতুন এ সুবিধা চালু হলে একাধিক যন্ত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও বার্তা বা ছবির পোস্টগুলো বর্তমানের তুলনায় নিরাপদে রাখা যাবে। সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে নির্দিষ্ট ব্যবহারকারীরা সুবিধাটি পরখ করতে পারছেন। পরবর্তী সময়ে অন্য সব ব্যবহারকারীদের জন্য ধারাবাহিকভাবে সুবিধাটি উন্মুক্ত করা হবে।

Also Read: হোয়াটসঅ্যাপের চ্যাটবক্স পিন করা যায় যেভাবে

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, প্রাথমিক স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য একটি গোপন কোড বা পাসওয়ার্ড তৈরি করে সেই কোড অন্য যন্ত্রে লিখে চ্যাট লক সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে প্রাথমিক স্মার্টফোনে ছাড়াও অন্য সব যন্ত্রে হোয়াটসঅ্যাপে আদান–প্রদান করা তথ্য নিরাপদ থাকবে। পাসওয়ার্ড ব্যবহার করে চ্যাট লক করার সুবিধা থাকায় ব্যবহারকারী ছাড়া অন্য কেউ সেই চ্যাটবক্সে প্রবেশ করতে পারবেন না।
সূত্র: ইন্ডিয়া টুডে

Also Read: হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত ফোনকল ও বার্তা ব্লক করবেন যেভাবে