Thank you for trying Sticky AMP!!

অ্যারপানেটের পরিকল্পনা প্রকাশ

৩ জুন ১৯৬৮

ল্যারি রবার্টস অ্যারপানেটের পরিকল্পনা প্রকাশ করেন। অ্যারপানেটকে বলা হয় ইন্টারনেটের প্রথম উদ্যোগ। এটিই প্রথম পাবলিক প্যাকেট-সুইচড কম্পিউটার নেটওয়ার্ক।

৩ জুন

সার্চ ইঞ্জিন বিং চালু। নিজস্ব সার্চ ইঞ্জিন চালু করে মাইক্রোসফট। মাইক্রোসফটের সিইও স্টিভ বলমার ২০০৯ সালের ২৮ মে মাইক্রোসফটের ‘লাইভ সার্চ’-এর জায়গায় বিং-এর ঘোষণা দেন।

ইন্টারনেট উন্নয়নের অন্যতম পথিকৃৎ ল্যারি রবার্টস

৩ জুন ১৯৬৮
ল্যারি রবার্টস অ্যারপানেটের পরিকল্পনা প্রকাশ করেন
অ্যারপানেটকে বলা হয় ইন্টারনেটের প্রথম উদ্যোগ। এটিই প্রথম পাবলিক প্যাকেট-সুইচড কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ, তথ্য-উপাত্ত একেকটা প্যাকেট আকারে কম্পিউটার নেটওয়ার্কে পাঠানোর প্রথম উদ্যোগ। অ্যারপানেটের পূর্ণরূপ দ্য ইউএস অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। অ্যারপানেট প্রথম চালু হয় ১৯৬৯ সালে। বন্ধ হয় ১৯৮৯ সালে। অ্যারপানেটের প্রধান ব্যবহার ছিল শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে।
১৯৬৮ সালের ২ জুন মার্কিন প্রকৌশলী ল্যারি রবার্টস (২১ ডিসেম্বর ১৯৩৭-২৬ ডিসেম্বর ২০১৮) প্রথম অ্যারপানেটের পরিকল্পনা প্রকাশ করেন। ২০০১ সালে ইন্টারেনেটের উন্নয়নে অবদান রাখার জন্য তিনি ড্র্যাপার পুরস্কার পান।

বিংয়ে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা

৩ জুন
সার্চ ইঞ্জিন বিং চালু করে মাইক্রোসফট
ইন্টারনেটে তথ্য খোঁজার নিজস্ব ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন চালু করে মাইক্রোসফট। মাইক্রোসফটের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ বলমার ২০০৯ সালের ২৮ মে মাইক্রোসফটের ‘লাইভ সার্চ’-এর জায়গায় বিং-এর ঘোষণা দেন। সার্চ ইঞ্জিন বিং চালু হয় ২০০৯ সালের ৩ জুন। চলতি বছরের শুরুতে তথ্য খোঁজার ফলাফল পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার যুক্ত করে বিং। ফলে বিং এখন তুমুল আলোচনায় রয়েছে। বিং-এর ব্যবহারও বেড়েছে।

সূত্র: কম্পিউটার হোপ ও উইকিপিডিয়া