Thank you for trying Sticky AMP!!

মাইক্রোসফট টিমসে নতুন অ্যানিমেশন করা পটভূমি ব্যবহার করা যাবে

মাইক্রোসফট টিমসে যুক্ত হলো নতুন অ্যানিমেটেড পটভূমি

ভিডিও কলের সময় ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের সুযোগ দিয়ে থাকে মাইক্রোসফট টিমস। ভিডিও কলের সময় পেছনের দৃশ্য গোপন থাকায় অনেকেই নিয়মিত ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করেন। আর তাই এবার নতুন অ্যানিমেশন করা ভার্চ্যুয়াল পটভূমি যুক্ত করেছে মাইক্রোসফট টিমস। অ্যানিমেশন করা পটভূমিগুলো সহজেই ভিডিও কলের সময় ব্যবহার করা যাবে। ফলে একই ব্যক্তি বা গ্রুপের সঙ্গে নিয়মিত অনলাইন বৈঠকের সময় পটভূমিতে বৈচিত্র্য আনার সুযোগ মিলবে।

মাইক্রোসফটের তথ্যমতে, ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করলে অনেক সময় ব্যবহারকারীর চেহারা তেমন উজ্জ্বলভাবে দেখা যায় না। কিন্তু অ্যানিমেশন করা নতুন ভার্চ্যুয়াল পটভূমিতে বর্তমানের তুলনায় চেহারা ভালোভাবে দেখা যাবে। ফলে স্বচ্ছন্দে ভিডিও কলের সুযোগ মিলবে। মাইক্রোসফট টিমসের সব ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে ভার্চ্যুয়াল পটভূমিগুলো উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, বেশ কিছু অ্যাপ ও যোগাযোগের প্ল্যাটফর্মে ভিডিও কলের সময় পেছনের ছবি ঝাপসা করার পাশাপাশি ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের সুযোগ মিলে থাকে। মাইক্রোসফট টিমসে নতুন এ সুবিধা চালুর ফলে আগের তুলনায় স্বচ্ছন্দে অপরিচিত ব্যক্তি বা সহকর্মীদের সঙ্গে ভিডিও কল করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া