মাইক্রোসফট টিমস
মাইক্রোসফট টিমস

মাইক্রোসফট টিমসে যোগ হলো পোল সুবিধা

অনলাইন বৈঠকের সময়ই অন্যদের মতামত জানার জন্য নিজেদের ব্যবসায়িক যোগাযোগের প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমসে পোল সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। এ সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কলের সময় সহজেই নির্দিষ্ট বিষয়ে অন্যদের মতামত জানা যাবে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।

পোল সুবিধায় নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করার পাশাপাশি একাধিক উত্তরও লিখে দেওয়া যাবে। ফলে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত নিজেদের মতামত জানাতে পারবেন। ফলাফলও জানা যাবে দ্রুত। মাইক্রোসফট টিমসের চ্যাট বক্স বা টিমস চ্যানেলে এ পোল সুবিধা পাওয়া যাবে।

মাইক্রোসফট টিমসে পোল সুবিধা চালুর জন্য প্রথমেই চ্যাট বক্স বা টিমস চ্যানেলের নিচে থাকা ফরমস আইকনে ক্লিক করে ফরম খুলতে হবে। এরপর প্রশ্ন এবং একাধিক উত্তর লিখে সেভ করলেই পোল অপশনের প্রিভিউ দেখা যাবে। সব তথ্য ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া