Thank you for trying Sticky AMP!!

বিল গেটস, ২০১৮

শুভ জন্মদিন বিল গেটস

২৮ অক্টোবর ১৯৫৫

শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা উইলিয়াম (বিল) হেনরি গেটস যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্মগ্রহণ করেন।

২৮ অক্টোবর ১৯৩৭

মাইক্রোপ্রসেসরের সহ–উদ্ভাবক ড. মারসিয়ান এডওয়ার্ড (টেড) হফ জুনিয়র যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টারে জন্মগ্রহণ করেন।

২৮ অক্টোবর ২০১৮

৩৪০০ কোটি ডলারে আইবিএমের রেড হ্যাট অধিগ্রহণ।

২৮ অক্টোবর ১৯৫৫
শুভ জন্মদিন বিল গেটস
শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা উইলিয়াম (বিল) হেনরি গেটস যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্মগ্রহণ করেন। বিল গেটস যখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন তিনি বন্ধু পল অ্যালেনের সঙ্গে অ্যালট্যায়ার ৮৮০০ কম্পিউটারের জন্য বেসিক প্রোগ্রামিং ভাষার একটি উন্নত সংস্করণ তৈরি করেন। যেটির প্রোগ্রাম লেখা হয়েছিল পাঞ্চকার্ডে। বেসিকের সাফল্যের পর ১৯৭৫ সালে বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান আইবিএম পিসির (পারসোনাল কম্পিউটার) জন্য অপারেটিং সিস্টেম এম ডস (ডিস্ক অপারেটিং সিস্টেম), লেখালেখির জন্য মাইক্রোসফট ওয়ার্ড, উইন্ডোজ অপারেটিং সিস্টেমসহ অনেক যুগান্তকারী কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছে। যেগুলো সারা বিশ্বে কম্পিউটারের ব্যবহার জনপ্রিয় করে তুলেছে।

পাঞ্চ কার্ডে বিল গেটসের বেসিক প্রোগ্রাম

১৯৯৯ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছেড়ে দিলে বিল গেটসের স্থালভিষিক্ত হন স্টিভ বালমার। যদিও তখন বিল গেটস মাইক্রোসফটের লক্ষ্য ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন, তবু বেশি সময় দিয়েছেন দাতব্য প্রতিষ্ঠান বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজকর্মে। বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার উন্নয়নে, ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এ সংস্থার মাধ্যমে। অসংখ্য দাতব্য কাজে অর্থ ব্যয় করেও বিল গেটস ফোর্বস সাময়িকীর তালিকায় বেশ কয়েক বছর পৃথিবীর শীর্ষ ধনীর অবস্থানে ছিলেন।

লেকসাইড স্কুলে ১৯৭০ সালে পল অ্যালেন ও বিল গেটস (ডানে)

বিল গেটসের উল্লেখযোগ্য প্রকাশনা হলো ‘দ্য রোড অ্যাহেড’ (১৯৯৫) ও ‘বিজনেস অ্যাট দ্য স্পিড অব থট’ (১৯৯৯)। বিল গেটস প্রচুর সম্মানানা ও পুরস্কার পেয়েছেন। এগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল অব ফ্রিডম (২০১৬), বয় স্কাউট অব আমেরিকার সিলভার বাফেলো পুরস্কার, ব্যবসায় নেতৃত্বের জন্য দ্য ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটের বোয়ার পুরস্কার (২০১০), টাইম সাময়িকীর বিংশ শতাব্দীর ১০০ প্রভাবশালী ব্যক্তির অন্যতম, টাইম সাময়িকীর বার্ষিক ১০০ প্রভাবশালী ব্যক্তির অন্যতম (২০০৪, ২০০৫ ও ২০০৬), সাবেক স্ত্রীর সঙ্গে যৌথভাবে অর্ডার অব দ্য অ্যাজটেক ইগল পুরস্কার (২০০৬), রানি দ্বিতীয় এলিজাবেথ প্রদত্ত সাম্মানিক নাইট কমান্ডার অব দ্য অর্ডার (২০০৫) ইত্যাদি। বিল গেটস ছিলেন সর্বকনিষ্ঠ স্বপ্রতিষ্ঠিত শতকোটিপতি (বিলিওনিয়ার)। তাঁকে নিয়ে ১৯৮৪ সালে টাইম সাময়িকী প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে।

মারসিয়ান হফ

২৮ অক্টোবর ১৯৩৭
মাইক্রোপ্রসেসরের সহ–উদ্ভাবক হফের জন্ম
মাইক্রোপ্রসেসরের সহ–উদ্ভাবক ড. মারসিয়ান এডওয়ার্ড (টেড) হফ জুনিয়র যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে নিউইয়র্কের রেনসেলিয়ার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিইই ডিগ্রি অর্জন করেন। কলেজের গ্রীষ্মকালীন ছুটিতে তিনি রচেস্টারের জেনারেল রেলওয়ে সিগন্যাল কোম্পানিতে কাজ করার সময় তিনি দুটি পেটেন্ট–স্বত্ব পান। মারসিয়ান হফ ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ফেলো হিসেবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তড়িৎ প্রকৌশলে ১৯৫৯ সালে স্নাতকোত্তর ও ১৯৬২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি চাহিদামাফিক অনেক নকশার সার্কিটের বদলে সর্বজনীন প্রসেসর তৈরির ধারণা দিয়ে আলোচনায় আসেন। হফ ১৯৬৭ সালে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলে দ্বাদশ কর্মী হিসেবে যোগ দেন। ১৯৮০ সালে তিনি প্রথম ইন্টেলের ফেলো হন, এটি ইন্টেলের সর্বোচ্চ কারিগরি পদ।

কর্মস্থলে মারসিয়ান হফ

মারসিয়ান হফের পাওয়া উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননার মধ্যে আছে আইইইই/আরএসই ওলফসন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল পুরস্কার (২০১১), ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (২০০৯), কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামের ফেলো (২০০৯), ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটের সার্টিফিকেট অব মেরিট (১৯৯৬), আইইইই ক্লেডো ব্রুনেটি পুরস্কার (১৯৮০), ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউট স্টুয়ার্ট ব্যালেটাইন মেডেল (১৯৭৯) ইত্যাদি।

২৮ অক্টোবর ২০১৮
৩৪০০ কোটি ডলারে আইবিএমের রেড হ্যাট অধিগ্রহণ
উন্মুক্ত সফটওয়্যার প্রতিষ্ঠান রেড হ্যাট অধিগ্রহণ করে নেয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। আইবিএম রেড হ্যাটের প্রতিটি শেয়ার ১৯০ মার্কিন ডলার মূল্যে কিনে নেয়। এই অধিগ্রহণের মোট খরচ প্রায় ৩ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। রেড হ্যাটের হাইব্রিড ক্লাউড প্রযুক্তির জন্যই আইবিএম প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছিল।