এত বিস্ময়কর, আনন্দময়, স্বপ্নে ভরা পৃথিবী! এইখানে আমি জন্মেছি: আবদুল্লাহ আবু সায়ীদ

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন ২৫ জুলাই। জন্মসাল ১৯৩৯। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, টেলিভিশন ব্যক্তিত্ব, পরিবেশ আন্দোলনের সংগঠক। ‘ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো’ অনুষ্ঠানে আনিসুল হক দেশের পথিকৃৎ প্রাজ্ঞজনদের সাক্ষাৎকার নিয়ে থাকেন। অধ্যাপক আবদুল্লাহ সায়ীদের ৮৬ বছর পূর্তির প্রাক্কালে তাঁর জীবনের অভিজ্ঞতার গল্প ধারণ করা হয়েছে এই অনুষ্ঠানে।