গাজা অভিমুখী কনশানস এখন ছোট ও ধীরগতির নৌকার অপেক্ষায়

গাজা অভিমুখে কনশানস নামের একটি আন্তর্জাতিক নৌবহর এখন অপেক্ষা করছে ছোট ও ধীরগতির নৌকার জন্য। এই বহরের অবস্থান করা আলোকচিত্রী শহিদুল আলম ভিডিওসহ একটি পোস্টে এমন তথ্য জানান।