পোশাকের সঙ্গে বদলে যায় নন্দিনী, বদলে যাচ্ছে রঞ্জন

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’র নন্দিনী ও রঞ্জনের তিনটি ভিন্ন সময়ের পোশাকে কেমন রূপ ধারণ করতে পারে? সেই তিন রূপের ফটোশুট করা হয়। এতে মডেল হিসেবে অংশ নেন রুনা খান ও গাজী আবদুন নূর।