<p>শুরুটা হয়েছিল ‘লাল সিং চাড্ডা’র থেকেও কম ব্যবসা দিয়ে। অনুরাগীদের অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। তবে সে আশঙ্কাকে নস্যাৎ করে দিয়ে নিজের ওজন বুঝিয়ে দিল আমির খানের ছবি—সিতারে জমিন পর। কত ব্যবসা করল এই ছবি?</p>