গণ-অভ্যুত্থানে ঢাকার রামপুরায় হত্যাকাণ্ড ও গুমের পৃথক তিনটি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। সকাল সাড়ে সাতটায় ১৫ সেনা কর্মকর্তাকে প্রিজন ভ্যানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।