দুই সপ্তাহ সময় চেয়ে দুই দিনের মাথায়ই ইরানের পরমাণু প্রকল্পে হামলা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিলেন, আর ইরানের দিকে একের পর এক হুমকি ছুঁড়ছিলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে যদিও এসেছে, পরমাণু অস্ত্র বানাচ্ছে না ইরান। তবু কিছুতেই ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা যায়নি।