শত সমালোচনার পরও বাইক চালিয়েই সফল যে নারী বাইকার

লেডি বাইকার ও ইনফ্লুয়েন্সার ভাগশ্রী বরা। তাঁর বাড়ি আসামে, যেখানে নারীদের বাইক চালানোকে নেতিবাচক হিসেবে দেখা হয়। কেউ কেউ মনে করেন, বিয়ের সুযোগ কমে যায়। পরিবারের অস্বস্তি সত্ত্বেও ভাগ্যশ্রী বাইক কিনেছেন ২১ বছর বয়সে। ভাগ্যশ্রী নেতিবাচক ধারণা বদলাতে কাজ করছেন মোটরসাইকেলে ঘোরাঘুরির ভিডিও প্রকাশ করে। অন্য নারীদেরও বাইক চালানো শেখাতে চান তিনি। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে #SocialWomen