ব্যাংকিংয়ে নেতৃত্ব–উদ্ভাবন, সততা ও প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব: ৩

প্রাইম ব্যাংক ও প্রথম আলো ডটকমের যৌথ উদ্যোগে সফল ব্যক্তিদের গল্প শোনার বিশেষ আয়োজন 'লিগ্যাসি উইথ এমআরএইচ'।

পডকাস্ট শোটির এ পর্বে ব্যাংকিং খাতে প্রবৃদ্ধি, উদ্ভাবন ও সততার মাধ্যমে প্রকৃত লিগ্যাসি গড়ে তোলার গল্প শুনিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।

বিস্তারিত ভিডিওতে...