এআই–চালিত স্মার্ট কানের দুল-মালাও আনছে স্যামসাং

গত বছর প্রথমবারের মতো স্মার্ট রিং এনেছিল স্যামসাং। এবার তারা দিতে যাচ্ছে আরও চমক। কানের দুল, গলার মালা, এমনকি চশমার মতো পরিধানযোগ্য স্মার্ট গ্যাজেট আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।