
পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোর উচ্ছেদ এড়াতে একটি প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের সর্বোচ্চ আদালত।
বছরের পর বছর ধরে ইসরায়েল–ফিলিস্তিনিদের সংঘাতের কারণ হয়ে থাকা এ বিরোধের মীমাংসায় ইসরায়েলি সুপ্রিম কোর্ট সোমবার রায় দেবেন বলে আশা করা হচ্ছিল। তবে আদালত উভয় পক্ষকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সুপ্রিম কোর্ট বলেছেন, চার ফিলিস্তিনি পরিবার শেখ জারাহয় তাদের বাড়িতে থাকতে পারবে, যদি তারা ওই জমি একটি ইহুদি কোম্পানির মালিকানাধীন বলে স্বীকার করে।
ওই জমি থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদের হুমকি নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে জেরুজালেমে বেশ কয়েকবার ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরেই গত মে মাসে গাজায় টানা ১১ দিন বিমান থেকে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী।
সর্বোচ্চ আদালতের পরিকল্পনামতে, উচ্ছেদের হুমকির মুখে থাকা ফিলিস্তিনি পরিবারগুলো ‘ভাড়াটে’ হিসেবে সেখানে থাকবেন। তারা যত দিন জমির মালিক ইহুদি প্রতিষ্ঠানকে ভাড়া দেবে, তত দিন তাদের উচ্ছেদ করা যাবে না।
এ শর্ত মেনে চলতে রাজি বাসিন্দাদের তালিকা দিতে ফিলিস্তিনিদের সাত দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত। তারপর চূড়ান্ত আদেশ দেওয়া হবে।