Thank you for trying Sticky AMP!!

এবার অস্ট্রেলিয়ার ট্রেনের সিটে সুই

গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া স্ট্রবেরি ফলে সুই পাওয়ার ঘটনা ঘটে। এবার অস্ট্রেলিয়ার যাত্রীবাহী ট্রেনের আসনে সুই গেঁথে রাখার ঘটনা ঘটল। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার যাত্রীবাহী ট্রেনের আসনে সুই গেঁথে রাখার ঘটনা ঘটেছে। দেশটির ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।

মেলবোর্নের ওয়াটারগার্ডেন লাইনের একটি ট্রেনে এক আরোহী আসন গ্রহণের পর আসনে সুই খুঁজে পান। দু–একটি নয়, প্রায় ২০টি সুই ছিল। এ ঘটনায় মারাত্মক কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার যাত্রীবাহী ট্রেনের আসনে সুই গেঁথে রাখার ঘটনা ঘটেছে। মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

তবে ঘটনার তদন্তে নামা রাজ্য পুলিশ ধারণা করছে, এ ঘটনার প্রায় ৯০ মিনিট আগে আরও একজন যাত্রী এই সুই দ্বারা আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ১৬ বছর বয়সী এক কিশোরকে সুই গেঁথে রাখার অভিযোগে আটক করেছে পুলিশ। শিগগিরই তাঁকে শিশু আদালতে হাজির করা হবে। পুলিশ সবাইকে আসন গ্রহণের আগে সেটি নিরীক্ষণ করে নেওয়ার জন্য সতর্ক করেছে।

গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে স্ট্রবেরি ফলে সুই পাওয়ার ঘটনা ঘটে। গোটা দেশ থেকেই স্ট্রবেরিতে সুই পাওয়ার অনেক অভিযোগ আসে। সুই আতঙ্কে দেশটির স্ট্রবেরির বাজার প্রায় বন্ধের উপক্রম হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্ট্রবেরিতে সুই ঢুকিয়ে দেওয়ার অভিযোগে ৫০ বছর বয়সী এক নারীকে আটক করে পুলিশ।