Thank you for trying Sticky AMP!!

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রওনা হয়েছেন রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গতকাল সোমবার তিনি তেহরান ত্যাগ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের প্রতিনিধিদলকে ভিসা দিতে অনাগ্রহী ছিল। এরপরও তাঁরা জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন।

এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত রোববার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তিনি একটি সমাধানে পৌঁছাতে সব ধরনের চেষ্টা চালাবেন।

সৌদি আরবের দুটি তেলের স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটির সঙ্গে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণাও দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জানিয়েছিলেন, ইরানে সামরিক হামলার বিষয়টিও বিবেচনাধীন। এরই মধ্যে পম্পেও ওই মন্তব্য করলেন। এবিসির অনুষ্ঠান ‘দিস উইক’–এ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি উভয়ই কূটনীতিতে সফল হওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাব।’

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তেহরান ত্যাগের সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘ওই অধিবেশনে অংশ নেওয়া এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা করা আমাদের জন্য অপরিহার্য।’