কানাডায় ষষ্ঠ টরন্টো দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বিভাগে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের চারটি ছবি। এগুলো হলো, ‘ভুবন মাঝি’ (The Connector), ‘মাটির প্রজার দেশে’ (Kingdom of Clay Subjects), ‘লাইভ ফ্রম ঢাকা’ (Live From Dhaka), এবং
‘গোপন’ (The Inner Sound)।
কলকাতার ‘চিত্রকর’ (The Last Mural) ও আসামের রাজবংশী ভাষায় নির্মিত ‘সোনার বরণ পাখি’ (The Gold Wing) চলচ্চিত্র দুটি বাংলা বিভাগ থেকে আমন্ত্রণ পেয়েছে। আগামী ১১ মে উৎসব শুরু হয়ে শেষ হবে ২২ মে।
আয়োজকেরা জানান, এ বছর উৎসবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ১৫টি ভাষার প্রায় একশরও বেশি চলচ্চিত্র দেখানো হবে। উৎসবের বাংলা বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্বপালন করবেন আনোয়ার আজাদ। চলচ্চিত্রগুলোর উল্লেখযোগ্য অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক-প্রযোজকেরা উৎসবে যাতে অংশ নিতে পারেন সেই লক্ষ্যে আয়োজকেরা কাজ করছেন।