Thank you for trying Sticky AMP!!

ব্রাজিলে পুলিশ–মাদক পাচারকারী বন্দুকযুদ্ধ, নিহত ২৫

ব্রাজিলের সবচেয়ে সহিংস এলাকাগুলোর একটি রিও ডি জেনেরিও। সেখানে অপরাধীদের বিরুদ্ধে প্রায়ই অভিযান পরিচালনা করে থাকে নিরাপত্তা বাহিনী।

ব্রাজিলে রিও ডি জেনেরিওতে পুলিশ ও মাদক পাচারকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাকারেসিনো এলাকার ফাভেলায় মাদক পাচারকারীরা তাদের কাজে শিশুদের নিয়োগ দিচ্ছে—এমন খবর পেয়ে সাদা পোশাকধারী পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ২৫ জন নিহত হন। মেট্রোরেলের দুই যাত্রী গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যায়।

রিও ডি জেনেরিও হচ্ছে ব্রাজিলের সবচেয়ে সহিংস এলাকাগুলোর একটি। এর বিশাল এলাকা অপরাধী চক্রগুলোর নিয়ন্ত্রণে, যাদের সঙ্গে প্রভাবশালী মাদক চক্রের যোগসূত্র রয়েছে।

অপরাধী আটকের অভিযানের সময় অনেক ক্ষেত্রেই বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে শক্তিপ্রয়োগের অভিযোগ উঠে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। গত বছরের জুন মাসে ব্রাজিলের একটি আদালত খুব জরুরি না হলে করোনাভাইরাস মহামারির সময় রিও ডি জেনেরিওর দরিদ্র শহরতলীতে পুলিশি অভিযানের ওপর কড়াকড়ি আরোপ করে।