Thank you for trying Sticky AMP!!

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বান্ধবীর শরীরে করোনার উপসর্গ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তাঁর বান্ধবী ক্যারি সাইমন্ডস। ফাইল ছবি, রয়টার্স।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, এটা পুরোনা খবর। নতুন খবর হলো, তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবী ক্যারি সাইমন্ডসের শরীরেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। তিনি নিজেই এ কথা জানিয়েছেন বলে আজ রোববার বার্তাসংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে।

ক্যারি সাইমন্ডস বলেছেন, 'করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রধান লক্ষণগুলো নিয়ে গত এক সপ্তাহ ধরে আমি বিশ্রামে আছি। সাত দিন বিশ্রাম নেওয়ার পর আমার আর পরীক্ষা করার দরকার নেই। আমি এখন আগের চেয়ে ভালো আছি। অবস্থার আরও উন্নতি হচ্ছে।' এই টুইটে ৩২ বছর বয়সী ক্যারি সাইমন্ডস আরও বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়াটা অবশ্যই চিন্তার বিষয়। তবে তিনি চিকিৎসকদের সব পরামর্শ মেনে চলছেন। সব অন্তঃসত্ত্বাকে তিনি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

গত ২৭ মার্চ ৫৫ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর তিনি আইসোলেশনে চলে যান।

গত ফেব্রুয়ারিতে বরিস ও ক্যারি ঘোষণা দেন, তাঁরা তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। শিগগিরই তাঁরা বিয়েও করবেন।