Thank you for trying Sticky AMP!!

মৃত শহরকে জাগিয়ে তুলতে গ্রাফিতি

>যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত বছরের নভেম্বরে প্রাণঘাতী দাবানল ক্যাম্প ফায়ারে ৭৭ জন নিহত হয়। ২০ হাজার একরের বেশি জমি পুড়ে যায়। শুষ্ক আবহাওয়া, প্রচণ্ড খরা ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দেশটির প্যারাডাইস শহরের বিরাট এলাকা ছারখার করে দেয়। শহরের ৬ হাজার ৭০০ ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বাউটি কাউন্টি নামের ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়। সেই প্যারাডাইস শহরে ক্যাম্প ফায়ারের আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ক্ষতিগ্রস্ত দেয়ালে শিল্পী শেন গ্রেমার এঁকেছেন চিত্রকর্ম। সাবেক এই গ্রাফিতিশিল্পী প্যারাডাইস শহরে প্রত্যাশাকে জাগিয়ে তুলতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবনের দেয়ালে ও গাড়িতে অনেক ম্যুরাল এঁকেছেন। ভয়ংকর সেই ক্যাম্প ফায়ারের তিন মাস হতে চলল। এই শহরের মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বাড়িঘর পুনর্নির্মাণ শুরু করেছে। এএফপির ছবিতে দেখা যাক একঝলক।
আগুনে পুড়ে যাওয়া একটি ভবনের ক্ষতিগ্রস্ত দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ম্যুরাল।
পুড়ে যাওয়া বাড়ির চিমনিতে এক নারীর চোখেমুখে আর্তি ফুটিয়ে তোলা হয়েছে।
বাড়ির সীমানাপ্রাচীরের গায়ে ঘুমন্ত নারী।
পুড়ে যাওয়া ঘরের ভেতরের দেয়ালে আঁকা হয়েছে এই ছবি।
পুড়ে যাওয়া গাড়ির দেয়ালে ম্যুরাল।
ঘরের কোণে ফুটে উঠেছে লাজুক এক নারীর মুখাবয়ব।
ম্যুরাল যখন শেডের গায়ে।