Thank you for trying Sticky AMP!!

রাশিয়ায় করোনায় এক দিনে হাজারের বেশি মৃত্যু

রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু বেড়ে গেছে

রাশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণে এক দিনে রেকর্ড এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য বলছে, দেশটিতে আজ শনিবার রাত পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ মহামারিতে এক হাজার দুজন মারা গেছেন। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩ হাজার ২০৮ জন। এ নিয়ে রাশিয়ায় করোনায় মোট মৃত্যু ২ লাখ ২২ হাজার ছাড়াল। খবর এএফপির।

রাশিয়ায় করোনায় এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ৭৯ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। এদিকে সরকারি তথ্যমতে, শনিবার পর্যন্ত রাশিয়ার মোট জনগোষ্ঠীর ৩১ শতাংশকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকা প্রদানে ধীর গতি আর কঠোর বিধিনিষেধের ঘাটতির কারণে সংক্রমণ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে রাশিয়ায়। ক্রেমলিন অবশ্য কঠোর বিধিনিষেধের পক্ষে নয়। সরকার বলেছে, করোনা রোগীর সংখ্যা বেড়ে গেলে রাশিয়ার চিকিৎসাব্যবস্থা সে সংকট মোকাবিলায় প্রস্তুত।

কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ বাড়লেও রাশিয়ার চিকিৎসাব্যবস্থা হকচকিয়ে যায়নি। রোগীদের সেবা দেওয়ার জন্য হাসপাতালগুলো প্রস্তুত।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নাগরিকদের দোষারোপ করেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এ সপ্তাহে নাগরিকদের এমন আচরণের দিকে ইঙ্গিত করেন। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, টিকাদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে।

বেশ কিছুদিন ধরেই রাশিয়ার তৈরি টিকা দেশটিতে সহজলভ্য হলেও অনেকেই টিকা নেওয়ার ব্যাপারে সন্দিহান। দেশটিতে এক জরিপে দেখা গেছে, সেখানকার অর্ধেকের বেশি মানুষ টিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেন, করোনা প্রতিরোধের প্রধান ব্যবস্থা হচ্ছে টিকা, যা ব্যক্তিকে রক্ষা করতে পারে।