Thank you for trying Sticky AMP!!

হ্যারি-মেগানের বিয়েতে টুইট উন্মাদনা

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। ছবি: রয়টার্স

গোটা দুনিয়ার নজর ছিল ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল নবদম্পতির দিকে। এই দম্পতির সর্বশেষ খবর জানতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে তুমুল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। রাজকীয় নতুন এই জুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শুরু হয়েছে উন্মাদনা। এরই মধ্যে টুইটারে একদিনে ৬০ লাখের বেশি টুইট করে মতামত প্রকাশ করা হয়েছে।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমের পর্যবেক্ষক সংস্থা ভিসিব্রেইন জানিয়েছে, মেগান মার্কেলকে প্রিন্স হ্যারির বিয়ে করা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬০ লক্ষাধিক টুইট করা হয়েছে। যা তাঁর বড় ভাইয়ের বিয়ের সময়ের টুইটের তিনগুণ বেশি। রাজ পরিবারের বিয়ে নিয়ে এমন টুইটের ঘটনা রেকর্ডই বটে।

ফরাসি এই সংস্থাটি বলছে, রাজকীয় বিয়ে নিয়ে শুক্রবার গিনেস মান সময় ১০টা থেকে শনিবার ১১টার মধ্যে সারা বিশ্বে ৬৬ লাখ ৪ হাজার ৪৯৮টি টুইট করা হয়েছে। যার মধ্যে ৫২ লাখ টুইট করা হয় রাজকীয় বিবাহ (#RoyalWedding) হ্যাশ ট্যাগ দিয়ে।

একইভাবে গত ২০১১ সালের ২৯ এপ্রিল হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম যখন কেট মিডলটনকে বিয়ে করেন। তখন ১৮ লাখ ২১ হাজার ৬৬৯টি টুইটের ঘটনা ঘটে।