ইতিহাসের এই দিনে: ডাইনি অভিযোগে বিচার শুরু

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৭ আগস্ট। চলুন দেখি বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

রয়টার্স প্রতীকী ছবি
রয়টার্স প্রতীকী ছবি

মধ্যযুগে ইউরোপে ডাইনি অভিযোগে অনেক মানুষের বিচার করা হয়েছে। দেওয়া হয়েছে কঠোর শাস্তি। এমনই একটি আলোচিত বিচার শুরু হয় ১৬১২ সালের এই দিনে, যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারে। এ সময় ১০ জনের বিরুদ্ধে ডাইনি বিদ্যাচর্চার অভিযোগ আনা হয়। পরে একজন বাদে সবাই দোষী সাব্যস্ত হন। মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় তাঁদের বিরুদ্ধে।

গাড়িতে আসনবন্ধনীর ব্যবহার শুরু

মোটরগাড়ি শিল্পে আরোহীদের নিরাপত্তাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনে আসনবন্ধনীর ব্যবহার

সময়টা ১৯৫৯ সালের ১৭ আগস্ট। সুইডেনের গাড়ি নির্মাতা কোম্পানি ভলভোর নিলস বোহলিন নতুন একটি জিনিসের পেটেন্ট নেন। তাঁর উদ্ভাবিত জিনিসটি ছিল আসনবন্ধনী। অর্থাৎ হঠাৎ যেকোনো দুর্ঘটনায় ক্ষতি এড়াতে গাড়ির আরোহীরা আসনে বসে যে বন্ধনী পরেন, সেটা। এর আগে আসনবন্ধনী ব্যবহারের ধারণা গাড়িশিল্পে ছিল না। এর ফলে মোটরগাড়ি শিল্পে আরোহীদের নিরাপত্তাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসে। ভলভোর এমন উদ্যোগের পর বিশ্বের অন্যান্য গাড়ি নির্মাতা কোম্পানিও তাঁদের মোটরগাড়িতে আসনবন্ধনী যুক্ত করতে বাধ্য হয়।

মুক্তি পায় প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র

চলচ্চিত্রটির নাম ‘ফ্যান্টাসম্যাগোরি’। বিশ্বের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র এটা। মুক্তি পায় ১৯০৮ সালের ১৭ আগস্ট। তবে তখন তো কম্পিউটার কিংবা আধুনিক অ্যানিমেশন ছিল না। তাই এই চলচ্চিত্রের পুরোটাই হাতে এঁকে অ্যানিমেশন করা হয়েছিল। এঁকেছিলেন ফরাসি কার্টুনিস্ট ও অ্যানিমেটর এমিলি কোহল।

বাষ্পীয় নৌকার প্রথম ব্যবহার

নৌকাটির নাম ক্লেরমন্ট। সম্পূর্ণ বাষ্পীয় ইঞ্জিনচালিত এ নৌকা বানিয়েছিলেন মার্কিন প্রকৌশলী রবার্ট ফুলটন। ১৮০৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে নৌকাটি পানিতে ভাসে। যাত্রী বহন করে আলবেনিতে যায়। পাড়ি দেয় ৬৪ কিলোমিটার বা প্রায় ৪০ মাইল। বিশ্বে বাষ্পীয় ইঞ্জিনচালিত নৌকার এটাই প্রথম বাণিজ্যিক ব্যবহার।